কৃষ্ণেন্দুর উপর হামলার ঘটনায় রাজনৈতিক চাপান-উতোর আসানসোলে - কৃষ্ণেন্দুর উপর হামলার ঘটনায় রাজনৈতিক চাপান-উতোর
🎬 Watch Now: Feature Video
গতরাতে তাঁর উপর হামলার পর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়(আসানসোলের ব্যবসায়ী ও বিজেপি নেতা) জানিয়েছিলেন, রাজনৈতিক আক্রোশেই হামলা হয়েছে। যদিও কোনও রাজনৈতিক দলের নাম করতে চাননি তিনি। আজ তিনি রাখঢাক না করেই অভিযোগ করলেন ৷ বললেন, তৃণমূলের লুম্পেনরা এই ঘটনা ঘটিয়েছে । অন্যদিকে, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে হীরাপুর থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি । বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে হয় বিক্ষোভ । সোমবার লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । পুলিশ ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি ।" যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বাহুবলী, মাফিয়াদের সঙ্গে অতীতে তৃণমূলের কোনও সম্পর্ক ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না । এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ কারণ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিজেপিতে সদ্য এসেছেন ।"