Asansol Flood: জলে ডুবল আসানসোল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 30, 2021, 12:49 PM IST

টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল । সবচেয়ে খারাপ অবস্থা রেলপাড়ে । গাঁড়ুই ও নুনিয়া নদীর জলে প্লাবিত রেলপাড় । তিনটি ওয়ার্ড সম্পুর্ণ জলের তলায় । প্রায় 500 বাড়িতে জল ঢুকেছে । মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । পাশাপাশি আসানসোল ইসমাইল, মুর্গাসোল, কুলটির প্রিয়া কলোনি, অরবিন্দ নগর, বার্নপুরে শাস্ত্রীনগর সম্পূর্ণ জলের তলায় । নদীর স্রোতের মতো বিপজ্জনক ভাবে জল যাচ্ছে এলাকা দিয়ে । 1975 সালের পর এমন পরিস্থিতি এর আগে আসানসোলে হয়নি । ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুইক রেসপন্স টিম ও দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে । বহু পরিবারকে উদ্ধার করে বিভিন্ন স্কুলে, ধর্মীয় স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । অন্যদিকে, টানা বৃষ্টিতে দুই নম্বর জাতীয় সড়কেও জল জমেছে । কোথাও কোথাও যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে । আসানসোল শহরেও বহু রুটে যান চলাচল বন্ধ । বন্ধ বাজার হাট ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.