দিঘা, কালিম্পংসহ খুলছে আরও 5 পর্যটন কেন্দ্র: গৌতম দেব - মন্ত্রী গৌতম দেব
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7864053-106-7864053-1593696783017.jpg)
ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি । আজ শিলিগুড়িতে মন্ত্রী গৌতম দেব জানান, আগেই ডুয়ার্সের টিলাবাড়ি, শান্তিনিকেতনের রঙ্গবিতান, পশ্চিম বর্ধমানের মাইথন, ডায়মন্ড হারবারের সাগরিকা ও বিষ্ণুপুর টুরিস্ট লজ খুলে দেওয়া হয়েছিল । এবার খুলছে পর্যটন দপ্তরের আরও 5 টি লজ । যেগুলি রয়েছে বকখালি, দিঘা, ঝাড়গ্রাম, ব্যারাকপুর এবং কালিম্পঙের মরগান হাউসে । মন্ত্রী বলেন, "যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই পর্যটক আবাসগুলি খোলা হচ্ছে ৷ " 1 জুনে ডুয়ার্স খোলার পর সেখানে অল্পকিছু পর্যটকে গিয়েছেন । তবে, স্থানীয়রা আপত্তি তুলছেন ৷ অস্বস্তিতে হোটেল মালিকরা ৷