অভূতপূর্ব বাজেট, বাস্তবায়িত হলে স্বাস্থ্যে ব্যাপক উন্নতি করবে দেশ ; মত চিকিৎসকদের - কেন্দ্রীয় বাজেটকে অভূতপূর্ব বলেছেন চিকিৎসকরা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10461563-thumbnail-3x2-llll.jpg)
2021-22 সালের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছে 2,23,846 কোটি টাকা। আর কোভিড টিকার জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷ কোরোনা পরিস্থিতির মধ্যে এই বাজেট অভূতপূর্ব । বলছেন চিকিৎসকদের একাংশ ৷ তাদের বক্তব্য, এই বাজেট বাস্তবায়িত হলে বিশ্বে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উন্নত দেশগুলির কাছাকাছি পৌঁছে যাবে ভারত । এর পাশাপাশি চিকিৎসার জন্য গ্রামাঞ্চলের মানুষকে যাতে শহরে যেতে না হয় সেই বিষয়টিও নিশ্চিত হওয়া প্রয়োজন ।