বাজেটে উন্নয়নমূলক প্যাকেজ মেলার প্রত্যাশা সাবেক ছিটমহলের বাসিন্দাদের - ইউনিয়ন বাজেট 2020
🎬 Watch Now: Feature Video
2015 সালের 31 জুলাই ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় ৷ ছিটমহলগুলিতে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে । তবে ছিটমহলগুলিতে কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় হাজার হাজার মানুষ এখনও ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন । এছাড়া রেশনের মাধ্যমে যে চাল- ডাল দেওয়া হচ্ছে তাও পর্যাপ্ত না । তাই সাধারণ বাজেটে তাঁদের জন্য প্যাকেজ ঘোষণা হবে এমনটা প্রত্যাশা সাবেক ছিটমহল এর বাসিন্দাদের ।