Sundarban villagers are praying to the trees and land : জাওয়াদের হাত থেকে রক্ষা পেতে ভূমি ও গাছ পুজো সুন্দরবনবাসীর - Cyclone Jawad

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 4, 2021, 6:15 PM IST

সুন্দরবনের হাড়োয়া ব্লকের খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী নদীর তীরে গাপতলা আদিবাসী গ্রামে ঘূর্ণিঝড় জাওয়াদের হাত থেকে রক্ষা পেতে দেখা গেল এক অভিনব উদ্যোগ (Villagers of Sundarban are praying to the trees and land to save them from Jawad) ৷ একদিকে যেমন মাল্য়দান করা হল বিরসা মুন্ডার মূর্তিতে অন্য়দিকে তেমনি ভূমি রক্ষা ও গাছ পূজার আয়োজন করলেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ৷ সাংস্কৃতিক সম্প্রীতির সঙ্গে সঙ্গে সুন্দরবনের গাছই যে তাঁদের জীবন, তা ফের একবার স্মরণ করিয়ে দিলেন এই অঞ্চলের বাসিন্দারা । শনিবার সকাল থেকেই উলুধ্বনি ,শঙ্খধ্বনি এবং বটবৃক্ষকে মালা পরিয়ে চলল প্রার্থনা । এই অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শেখ হাজি নুরুল ইসলাম, আদিবাসী নেতা প্রশান্ত মাহালি, হাড়োয়া এক নম্বর ব্লক সভাপতি শফিক আহমেদ, খালেক মোল্লা, সমাজসেবী সুশান্ত বিশ্বাস-সহ বিশিষ্টজনেরা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.