Purulia Potest : আদিবাসী ভূমিজদের অবস্থান কর্মসূচি পুরুলিয়ায় - আদিবাসী ভূমিজ সংগঠনের পুরুলিয়া জেলা শাখা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13619634-545-13619634-1636794050630.jpg)
নানা দাবি-দাওয়া নিয়ে পুরুলিয়া জেলাশাসকের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করল ভারতীয় আদিবাসী ভূমিজ সংগঠনের পুরুলিয়া জেলা শাখা ৷ একগুচ্ছ দাবি নিয়ে তারা জেলা রাজস্ব আধিকারিকের কাছে স্মারকলিপিও প্রদান করেন । তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, আদিবাসীদের জমি অ-আদিবাসীদের হস্তান্তর করা যাবে না, জমির পরচা বা খতিয়ানে আদিবাসী ভূমিজ কথাটি উল্লেখ করতে হবে, আদিবাসী ভূমিজদের 50 বছরের বেশি সময় ধরে দখলিকৃত খাস জমি অরণ্য আইন 2006 অনুসারে পাট্টাদানের ব্যবস্থা করতে হবে, এবং পাট্টাদান করা জমিগুলি অবিলম্বে রেকর্ডের ব্যবস্থা করতে হবে ।