NH 32 : বেহাল জাতীয় সড়কে যানজট, পুরুলিয়ায় নাকাল চাকরি পরীক্ষার্থীরাও - Purulia
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ায় চাষ রোডের কাছে 32 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা ৷ প্রতিদিনই যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে ৷ গুরুত্বপূর্ণ এই মোড় থেকে একদিকে সোজা গেলে পৌঁছে যাওয়া যায় রাঁচি ৷ আর অন্যদিকে গেলে ঝাড়খণ্ডের ধানবাদ ৷ রাস্তাটির এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বড় বড় গর্ত ৷ এখানে এমনও গর্ত রয়েছে যে, একবার গাড়ি ঢুকে গেলে তা তুলতে অনেক সময় লেগে যায় ৷ তৈরি হয় যানজট ৷ ধানবাদ এবং রাঁচিগামী গাড়িগুলিকে দাঁড়িয়ে থাকতে হয় বহুক্ষণ ৷ রবিবারও এমন বিপত্তি ঘটায় সকাল 8টা থেকে সাড়ে দশটা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয় এই 32 নম্বর জাতীয় সড়কে ৷ এদিন পুলিশের কনস্টেবলের পরীক্ষার প্রার্থীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয় ৷ পরে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ গুরুত্বপূর্ণ ওই মোড়ে ট্র্যাফিকের ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় এসইউসিআই নেতা ভগীরথ মাহাতো ৷