WB ByPoll : দিনহাটার রানিরহাটে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের - পশ্চিমবঙ্গ উপনির্বাচন
🎬 Watch Now: Feature Video
বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল দিনহাটা বিধানসভা কেন্দ্রের রানিরহাট এনপি স্কুলে । শনিবার সকালে বিজেপি প্রার্থী ওই স্কুলের 7/149 নম্বর বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে বের হয়ে আসছিলেন, ঠিক সেই সময়ই তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ । তৃণমূল কর্মীদের অভিযোগ, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কিন্তু বিজেপি প্রার্থী সাংবাদিকদের নিয়ে এসে এখানে অস্থির অবস্থা তৈরি করতে চাইছেন ৷ তাতে এখানে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন । যদিও বিজেপি প্রার্থীর দাবি, বুথের ভিতরে ঢুকে দেখা গেল ভিতরে জানলা খোলা রয়েছে । কোথাও গামছা দিয়ে আটকে দেওয়া হয়েছে । ভোট ঠিকঠাক হচ্ছে না ।