ভাঙা হল জরুরি বিভাগের তালা - doctors aggitation
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3553351-thumbnail-3x2-sagar.jpg)
কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের জরুরি বিভাগের তালা ভাঙা হল । জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বৃহস্পতিবার BT রোডের কামারহাটি মোড় অবরোধ করে রোগীর পরিজনরা । এরপর হাসপাতাল সুপারের নির্দেশে জরুরি বিভাগের দরজার তালা ভেঙে পরিষেবা চালু করা হয় । দেখুন হাসপাতাল চত্বরে উত্তেজনার সেই ভিডিয়ো ।