Suvendu Adhikari at Kanthi : কাঁথির সাংগঠনিক সভা থেকে মমতাকে হুঙ্কার শুভেন্দুর - কাঁথির সাংগঠনিক সভা থেকে মমতাকে হুঙ্কার শুভেন্দুর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13791313-thumbnail-3x2-suvendu.jpg)
ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার আহ্বানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বুধবার কাঁথির মেছেদা বাইপাস থেকে পুরানো দিঘা বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা আয়োজিত হয় । উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of the Opposition in WB Assembly Suvendu Adhikari) ৷ এদিনের এই সভা থেকে বিরোধী দলনেতা কার্যত হুঁশিয়ারি দেন কাঁথির প্রশাসনকে (Suvendu Adhikari slams Mamata Banerjee at Kanthi) । কারণ সভা করার সরকারি অনুমতি ছিল না । একটি লরিতে সভা মঞ্চ বেঁধে সভা করতে হয় বিজেপি নেতৃত্বকে । এদিন শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, "কিষেণজিকে প্রাক্তন করে দেওয়া পার্টি আমি, পিসিকে আমি নন্দীগ্রামে হারিয়েছি । বাংলার মুখ্যমন্ত্রী সব বিষয়ে ফটফট করেন । বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যখন অত্যাচার হয়, তখন বাংলার মেয়ের মুখ ফুটে না । তাই নন্দীগ্রাম জেগেছে । ঐক্যবব্ধ না হলে হিন্দুদের জন্মভূমি চলে যাবে । গত এক মাসে যা যা ঘটছে দেখুন ।"
TAGGED:
Suvendu Adhikari at Kanthi