Saayoni Ghosh : স্বার্থপরদের দলে জায়গা হবে না, একই সুর সায়নী-বিধানের - Bidhan Upadhyay
🎬 Watch Now: Feature Video
স্বার্থপরদের দলে জায়গা হবে না বলে স্পষ্ট জানালেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ একই সুর শোনা গেল পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের (Bidhan Upadhyay) গলায়-ও । এদিন দুর্গাপুর থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী । তিনি বলেন, "দলের সঙ্গে যাঁরা খারাপ করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দলে গোষ্ঠীকোন্দল চলবে না । ত্রিপুরায় তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ করছে বিজেপির হার্মাদ বাহিনী । 2024-এ যোগ্য জবাব দেবেন মানুষ ।"