খড়গপুর রেল লাইনে ধস আর তাতেই বিপত্তি - খড়গপুর রেল স্টেশন
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12618301-thumbnail-3x2-kharagpur.jpg)
ধস নামল খড়গপুর স্টেশনে ৷ বুধবার রাতে একনাগাড়ে 5-6 ঘণ্টা ধরে বৃষ্টি হয় খড়গপুরে ৷ ভোর 4টের সময় সকলের চোখে পড়ে রেললাইনে ধস নেমেছে ৷ রেল কর্তৃপক্ষের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান ৷ বন্ধ রাখা হয় খড়গপুর রেল স্টেশনের পাশে ফুটব্রিজ তৈরির কাজ ৷ সাময়িক ভাবে বন্ধ রাখতে হয় ওই স্টেশন দিয়ে যাওয়া মালবাহী গাড়ি, স্পেশ্যাল ট্রেনের যাতায়াত ৷ ব্যাহত হয় হাওড়া-খড়গপুর ট্রেন চলাচল পরিষেবা ৷