Purba Medinipur Flood : টানা বৃষ্টিতে প্লাবিত একাধিক গ্রাম, প্রায় আশি হাজার বন্যা দুর্গতকে উদ্ধার - পূর্ব মেদিনীপুর বন্য়া
🎬 Watch Now: Feature Video
টানা বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর ও এগরা বিধানসভার কয়েকটি গ্রাম ও কাঁথি উত্তর ও দক্ষিণ বিধানসভার বেশ কয়েকটি গ্রাম । জেলাজুড়ে দুই লক্ষাধিক পরিবার জলমগ্ন হয়ে পড়েছে । পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান, প্রায় আশি হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়েছে । প্রশাসনের তরফে তাঁদের জন্য শুকনো ও রান্না করা খাবার-সহ বেবি ফুডের ব্যবস্থা করা হয়েছে । প্রশাসনের সঙ্গে সহযোগিতায় রামকৃষ্ণ মিশনও বেশ কয়েকটি জায়গায় দুর্গতদের খাবার দেওয়ার ব্যবস্থা করেছে । ভারত সেবাশ্রম সংঘের তরফেও খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷