BJP : ‘ভোটে হেরে ওনার মানসিক ধাক্কা লেগেছে’, প্রবীরকে কটাক্ষ প্রণয়ের - Pronoy Roy
🎬 Watch Now: Feature Video
বিজেপিতে থেকেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন প্রবীর ঘোষাল ৷ দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার মাধ্যমে ৷ তারপরেই তাঁকে কটাক্ষ করলেন বিজেপির প্রণয় রায় ৷ বললেন, ‘ভারতীয় জনতা পার্টি নেতা নির্ভর দল নয়, নীতি নির্ভর দল । যদি ওনার কোনও সমস্যা হত, তাহলে দলকে জানাতে পারতেন । বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন । পাঁচ বছর এমএলএ থাকার পরেও এবছর ভোটে জিততে পারেননি ৷ ভোটে হেরে ওনার মানসিক ধাক্কা লেগেছে ৷’