অন্তঃসত্ত্বাদের জন্য তৈরি টনিকে গোরুর রক্ত থাকে, মন্তব্য শোভনদেবের - Pregnant women iron tonic has cow blood
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5113374-thumbnail-3x2-shobhan.jpg)
অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য যে আয়রন টনিক তৈরি হয়, তাতে গোরুর রক্ত থাকে, এই মন্তব্য করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । মঙ্গলবার দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি । সেখানে তিনি আরও বলেন , "একসময় ঋষিদের প্রিয় খাবারের মধ্যে গোমাংস ছিল ৷ ধর্মীয় কারণে গোমাংস খাওয়া বন্ধ হয়নি ৷ গোরুর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় সেই সময় গোমাংস নিষিদ্ধ হয় ৷ অন্তঃসত্ত্বা মহিলার আয়রন টনিকে গোরুর রক্ত থাকে ৷ সেটা না জেনে খেয়ে নেওয়া হয় ৷ ধর্মীয় বাধা থাকে না সেক্ষেত্রে ৷ গোমাংস নিয়ে এখন যে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় ৷ " দেখুন ভিডিয়ো...