নেই রাস্তা, প্রসব যন্ত্রণায় কাতর অন্তঃসত্ত্বাকে হাসপাতাল নিতে ভরসা 'খাটিয়া' অ্যাম্বুলেন্স - labour pain
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3722469-thumbnail-3x2-odisha.jpg)
কোনও রাস্তা নেই। তাই গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না । বাধ্য হয়ে পরিবারের লোকেরা অন্তঃসত্ত্বা মহিলাকে খাটিয়া করেই হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন। প্রায় 4 কিমি পথ খাটিয়াতেই গিয়েছেন ওই মহিলা । তবে হাসপাতালে পর্যন্ত পৌঁছানোর আগেই উঠল প্রসব বেদনা। খাটিয়াতেই কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি । আজ সকালে ঘটনাটি ঘটে ওড়িশার নুয়াপাড়ার সমাদাপদ গ্রামে । ভিডিয়োতে দেখে নিন কী ভাবে পরিকাঠামো ও রাস্তার অভাবে প্রসব যন্ত্রণায় ছটফট করা মহিলাকে 'খাটিয়া' অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ...