WB BY-POLL : শান্তিপুরে নির্বাচনী প্রচারে শুভেন্দুকে এক হাত পার্থর
🎬 Watch Now: Feature Video
নদিয়ার শান্তিপুরে উপনির্বাচনে দলীয় প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর প্রচারে এসে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র ভাষায় আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এদিন সংবাদমাধ্যমকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন শুভেন্দু ৷ তার নিন্দায় পার্থ বলেন, "শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে যে অহংকার নিয়ে যে ভাষায় কথা বলছেন আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি ।" তিনি আরও বলেন, "শুভেন্দু অধিকারী যে অহংকার নিয়ে কথা বলছেন অতি শীঘ্র বিজেপি রাজ্য থেকে পরিষ্কার হয়ে যাবে । একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সব দল নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারেন । ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের মানুষ ছুড়ে ফেলে দেবেন ।" শান্তিপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী 200 শতাংশ জয়ী হবেন বলে তিনি আশাবাদী ।