মমতা আজ বনবিড়াল আর শুভেন্দু বনমানুষ হয়েছে : দিলীপ - দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
আজ CAA-র সমর্থনে নন্দীগ্রামে অভিনন্দন যাত্রার আয়োজন করেছিল জেলা BJP । উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু-সহ অন্য জেলা নেতৃত্ব । রেয়াপাড়ার কাছে তাদের আটকে দেয় পুলিশ । BJP কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ । উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । পুলিশের বাধার মুখে দাঁড়িয়েই বক্তব্য রাখেন দিলীপ ঘোষ । মমতাকে কটাক্ষ করে বলেন, "ক্ষমতায় এসে মমতা বিড়াল থেকে বনবিড়াল হয়ে গেছে ।" কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকেও । দিলীপ ঘোষ বলেন, "শুভেন্দু আগে যুব নেতা ছিলেন । এখন বনমানুষ হয়েছেন ।"