Mahalaya 2021 : করোনার ভয় কাটিয়ে হাওড়ায় গঙ্গার ঘাটে তর্পণ, বিশেষ নজরদারি পুলিশের - Mahalaya 2021 : করোনার ভয় কাটিয়ে হাওড়ায় গঙ্গার ঘাটে তর্পণের ভিড়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13273423-thumbnail-3x2-howrahtarpana.jpg)
করোনার ভয় কাটিয়ে মহালয়ায় তর্পণ করলেন মানুষ । গত বছর করোনা আবহে মহালয়ার দিনে হাওড়ায় গঙ্গার ঘাটগুলি ফাঁকাই ছিল । কিন্তু এবছর করোনা আবহ থাকলেও হাওড়া ঘাট, রামকৃষ্ণপুর ঘাট-সহ গঙ্গার অন্যান্য ঘাটগুলিতে তর্পণকে কেন্দ্র করে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেল । গত বছর পুরোহিতদের অনেককেই দেখা গিয়েছিল মাস্ক বা ফেস শিল্ড ব্যবহার করতে ৷ এবারে সেসব উধাও । ঘাটগুলিতে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করতে দেখা যায় মানুষকে । বুধবার তর্পণকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশ ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়েছে । অপ্রীতিকর ঘটনা আটকাতে গঙ্গাবক্ষে নির্দিষ্ট দূরত্বে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ চলছে মাইকিং-ও ।