লকডাউন অমান্য দুর্গাপুরে, রাস্তায় নামল পুলিশ - লকডাউনে দুর্গাপুরে ভিড় মানুষের
🎬 Watch Now: Feature Video
কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেছে অগাস্ট মাসে মোট সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সেই নির্দেশমতো আজ চলতি মাসের প্রথম লকডাউন ৷ কিন্তু দুর্গাপুরে লকডাউন কার্যত অসফল ৷ সকাল থেকেই রাস্তায় দেখা গেল বহু মানুষকে ৷ খুলেছে পাড়ার দোকানগুলিও ৷ পরে অবশ্য পুলিশ এসে দোকানগুলিকে বন্ধ করে ৷ রাস্তায় বেরিয়ে পড়া মানুষকেও বুঝিয়ে বাড়িতে পাঠানো হয় ৷