Library Minister Siddiqullah Chowdhury : ‘তৃণমূল নেতারাই বই পড়েন না’, অভিযোগ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহর - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 80-90টি বই লিখেছেন
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 80-90টি বই লিখেছেন । সেসব বই কি তৃণমূলের নেতা-মন্ত্রীরা পড়েছেন ? আসানসোলে সরকারি বইমেলা উদ্বোধন করতে এসে প্রশ্ন তুলে দিয়ে গেলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী । এদিন রাজ্যের আরেক মন্ত্রী মলয় ঘটককে পাশে বসিয়ে বললেন, ‘‘নবান্নে দিদিকে বলেছিলাম, আপনাদের নেতারাই বই পড়েন না, কাকে আর বই পড়ার কথা বলব ।"