চাপে চিন-পাকিস্তান, "গুপ্তচর" স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ISRO-র : ভিডিয়ো - spy
🎬 Watch Now: Feature Video
মেঘলা ও প্রতিকূল পরিস্থিতিতে মহাকাশ থেকে নজরদারি চালানোর উদ্দেশ্যে আজ ভোরে সফলভাবে RISAT-2B স্যাটেলাইট উৎক্ষেপণ করল ISRO । আজ ভোর সাড়ে 5টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে PSLV-C46 মহাকাশযানে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত, নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটি সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে । এই প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট পাঠানো হল মহাকাশে । দেখুন স্যাটেলাইট উৎক্ষেপণের সেই ভিডিয়ো...