ট্র্যাক রেকর্ড খারাপ থাকলে ভোট দেবেন না : সাধন পান্ডে - sadhan pandey
🎬 Watch Now: Feature Video
আজ গুরু নানকের জন্মজয়ন্তী অনুষ্ঠানে এসে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে বলেন, " ট্র্যাক রেকর্ড খারাপ থাকলে ভোট দেবেন না ৷" তিনি আর বলেন, "মানুষের জন্য কাজ করে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা উচিত । জেনুইন লোককে সমর্থন করুন ।" আজ তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, "মানুষকে বলব আবেগে চলবেন না, যে কাজ করছে এমন লোককেই বেছে নিন ।" কোনও রাজনৈতিক নেতার নাম না করেই তিনি বলেন, "সাধারণ মানুষকে অবহেলা করবেন না । মানুষের মন কেউ জানে না । অনেকে অনেক কথা বলবে ৷ কাজ করে দেখিয়ে দিয়ে তারপর কথা বলুন । নির্বাচনে জনগণের রায় সবথেকে বেশি ক্ষমতাশালী ।"