রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাড়িতেই তৈরি করুন মেলন মেডলি
🎬 Watch Now: Feature Video
বর্তমান পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ আর এই চ্যালেঞ্জে সফল হতে গেলে খেতে হবে হরেকরকমের ফল ৷ কিন্তু অনেকেরই ফলে অরুচি ৷ সেক্ষেত্রে সমাধান হতে পারে ফলের জুস ৷ আর সেরকমই একটি পানীয় 'মেলন মেডলি' ৷ নামের মতোই এই পানীয়র রেসিপিও সহজ ৷ তাই বাড়িতেই তৈরি করে ফেলুন এই পানীয় ৷