Ganga Erosion : সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন, নদীগর্ভে কয়েক বিঘা কৃষি জমি - পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি
🎬 Watch Now: Feature Video
ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সামশেরগঞ্জে । শুক্রবার সন্ধ্যার পর থেকে গঙ্গা ভাঙনে সামসেরগঞ্জের উত্তর ও মধ্য চাচণ্ডের গঙ্গা তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে । ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে কয়েক বিঘা কৃষি জমি । তলিয়ে গিয়েছে একটি লিচু বাগানও ৷ নদী ভাঙন যেভাবে এগোচ্ছে তাতে আর মাত্র কয়েক গজ ভাঙলেই নদীর গ্রাসে পড়বে ধানঘরা গ্রাম, শিবপুর এলাকা ৷ এলাকাবাসীর দাবি, গত কয়েকদিনে প্রায় 30 বিঘারও বেশি কৃষিজমি ও 100টিরও বেশি লিচুবাগান গঙ্গাগর্ভে বিলীন হয়ে গিয়েছে । অবিলম্বে পদক্ষেপের দাবি জানাচ্ছেন তাঁরা ৷ তবে এখনও পর্যন্ত কোনও প্রশাসনিক কর্মকর্তা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে না আসায় ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ ।