thumbnail

Panchet Dam : চিন্তা বাড়িয়ে 1 লক্ষ কিউসেক জল ছাড়ল পাঞ্চেত, আশঙ্কা বন্যা পরিস্থিতির

By

Published : Aug 1, 2021, 9:58 PM IST

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ডিভিসির (Damodar Valley Corporation-DVC) মাইথন (Maithon Dam) এবং পাঞ্চেত জলাধারে (Panchet Dam) জলস্তর অনেকটাই বেড়েছে । অতিরিক্ত বৃষ্টিপাতে জল বেড়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধারেও ৷ ঝাড়খণ্ডের বিভিন্ন নদীর জল বেড়ে যাওয়ায় সেই জল এসে জমা হয়েছে পাঞ্চেত এবং মাইথনে । গতকাল থেকেই পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে । যদিও তাতে বিপজ্জনক কিছু ঘটবে না বলে প্রাথমিক ভাবে অনুমান করেছিলেন বিভাগের কর্তারা ৷ কিন্তু রবিবার সকাল থেকে 1 লক্ষ কিউসেক করে জল ছাড়া শুরু করেছে পাঞ্চেত জলাধার । এদিন মাইথন জলাধার থেকেও আজ 14 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । এই হারে জল ছাড়া হতে থাকলে বন্যার আশঙ্কা থেকে যাচ্ছে ৷ এই জল গিয়ে জমা হবে দুর্গাপুর ব্যারেজে । দুর্গাপুর ব্যারেজ থেকে চূড়ান্ত জল ছাড়া হয় । পাঞ্চেত থেকে যদি এক লক্ষ কিউসেক জল ছাড়া হয় তাহলে দুর্গাপুর ব্যারেজে অনেকটাই জল জমা হবে ৷ এখন দেখার দুর্গাপুর ব্যারেজ থেকে কত পরিমাণ জল ছাড়া হয় । তারপরে নির্ধারণ করা যাবে রাজ্যের অন্যান্য জেলার পরিস্থিতি কী হতে চলেছে । তবে এখনও ডিভিসির পক্ষে হলুদ সর্তকতা জারি করা হয়নি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.