KMC Election 2021 : পুরভোটে টিকিট না পেয়ে পদ থেকে ইস্তফা বিজেপি নেতার - বিজেপি বিজেমূল হয়ে গিয়েছে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 30, 2021, 7:41 PM IST

কলকাতা পুরভোটে টিকিট না পেয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির যুব মোর্চা সহ-সভাপতি চন্দ্রশেখর বাসোটিয়া (Chandrashekhar Basotia resigns from party post ) । 41 কলকাতা পুরভোটে টিকিট না পেয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি চন্দ্রশেখর বাসোটিয়া (Chandrashekhar Basotia resigns from party post ) । 41 নম্বর ওয়ার্ডের প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন তিনি (KMC Election 2021) । প্রার্থী তালিকা ঘোষণার পর তাঁর নাম না থাকায় এদিন রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ দেখান তিনি । তিনি বলেন, ‘‘তৃণমূল থেকে আসা কর্মীদের গুরুত্ব দিচ্ছে বিজেপি । বিজেপি আজ বিজেমূল হয়ে গিয়েছে । 41 নম্বর ওয়ার্ডে যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁর সঙ্গে তৃণমূলের গোপন আঁতাত রয়েছে ।’’

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.