Bankura : 5 দফা দাবি নিয়ে জেলাশাসককে স্মারকলিপি বাঁকুড়ার ডেকোরেটার্স সংগঠনের - বাঁকুড়া জেলা ডেকরেটর সমন্বয় সমিতি
🎬 Watch Now: Feature Video
এমএসএমই দফতরের মাধ্যমে স্বল্প সুদে ঋণ, সরকারি দফতরে ডেকরেটারের কাজ সিভিল ঠিকাদারদের না দেওয়া, ডেকরেটার শিল্পে জিএসটি 15 থেকে 8% নামিয়ে আনা-সহ পাঁচ দফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল বাঁকুড়া জেলা ডেকরেটর সমন্বয় সমিতি । সোমবার সংগঠনের কর্মীরা বাঁকুড়া শহরে মিছিল করে জেলাশাসকের দফতরে পৌঁছান । পরে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের হাতে দাবিপত্র তুলে দেন ।