Bangla Serial : মানবিকতা কি পালটে দেবে অপুর স্বপ্নের রং ? - bangla Serial Apur Sangsar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 7, 2021, 1:37 PM IST

অনেক ঘাত প্রতিঘাত সামলে অবশেষে অপুর বিডিও হওয়ার স্বপ্ন সফল হতে চলেছে । শাশুড়ি মায়ের আনুকূল্যে আজ এগিয়ে চলার সাহস পায় দীপুর বউ অপু । বিডিও হতে গেলে দিতে হবে কঠিন পরীক্ষা । পাশ করলে স্বপ্নপূরণ হবে । বিডিও হওয়ার ইন্টারভিউ দিতে যাওয়ার পথে অপু এবং দীপু একজন অসহায় বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে । অপু তাঁকে হাসপাতালে নিয়ে যাবে বলে ঠিক করে । ওদিকে পরীক্ষার সময় এগিয়ে আসছে । দীপু তাকে মনে করিয়ে দেয় ইন্টারভিউতে সময়ে পৌঁছনোর কথা । কিন্তু একজন অসহায় মানুষের প্রাণের চেয়ে ইন্টারভিউকে বেশি গুরুত্ব দিতে নারাজ অপু । সে ভুলে গিয়েছে তার স্বপ্নের কথা । কী হবে শেষপর্যন্ত ? অপু কি পারবে সময়মতো ইন্টারভিউতে পৌঁছতে ? তবে কি এখানেই অপুর স্বপ্নের শেষ ? নাকি নতুন স্বপ্নের শুরু হতে চলেছে এরপর ? এহেন প্রশ্নের উত্তর সাজিয়েই রেডি টিম 'অপরাজিতা অপু' (Apur Sangsar)। আগামী পর্ব নিয়ে কী বললেন অপু অর্থাৎ সুস্মিতা দে এবং দীপু মানে রোহন ভট্টাচার্য ? জেনে নিন ওঁদের কাছ থেকেই ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.