ভাইরাল ভিডিয়ো : বেঙ্গালুরুর রাস্তা পরিণত হল চাঁদের মাটিতে ! - Moon surface
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4317312-thumbnail-3x2-viral.jpg)
শুরুতে মনে হবে চাঁদের মাটি ৷ সেই মাটিতেই হাঁটছেন একজন মহাকাশচারী ৷ তাঁর পরনে মহাকাশচারীর পোশাক ৷ কিন্তু কিছুক্ষণ পর ক্যামেরা সোজা হলেই দেখা যাচ্ছে 'মহাকাশচারী'-র পাশ দিয়ে চলে যাচ্ছে অটো ৷ সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ বেঙ্গালুরুর টুঙ্গানগর মেইন রোডে ভিডিয়োটি করা হয়েছে ৷ রাস্তাটি খানা খন্দে ভরা ৷ এই রাস্তাকেই ক্যামেরার কারসাজিতে বানিয়ে দেওয়া হয়েছে চন্দ্রপৃষ্ঠ ৷ 3D আর্টিস্ট বাদল নানজুনদাস্বামী এই ভিডিয়োটি তুলেছেন ৷