BMC Election 2022 : আসানসোলের 27নং ওয়ার্ডে গুলি চলার অভিযোগ - Firing at Dhadka in Asansol Municipal Corporation
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14447841-219-14447841-1644664812191.jpg)
আসানসোলের ধাদকা এলাকায় গুলি চালানোর অভিযোগ (Firing at Dhadka in Asansol Municipal Corporation) উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় 27নং ওয়ার্ডে 8 রাউন্ড গুলি চালানো হয়েছে ৷ অভিযোগ, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর সামনেই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় আসানসোলের (BMC Election 2022) ধাদকা এলাকায় ৷ যার পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ৷ জমায়েতকারীদের সেখান থেকে লাঠি উঁচিয়ে তাড়ায় পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
BMC Election 2022