BJP Workers Join TMC : ভোটের মুখে ফুলবদল, নবদ্বীপে তৃণমূলে যোগ বিজেপি কর্মীদের - BJP Workers Join TMC
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14452680-thumbnail-3x2-tmc.jpg)
পৌরনির্বাচনের আগে বিজেপি ছেড়ে 143 জন কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে । শনিবার নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় ওয়ার্ড কো-অর্ডিনেটর নিতাইচন্দ্র দাসের নেতৃত্বে দলীয় কর্মীসভায় বিজেপি ছেড়ে কর্মী-সমর্থকরা যোগদান করেন তৃণমূলে । সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার প্রাক্তন প্রশাসক বিমানকৃষ্ণ সাহা (BJP Workers Join TMC before Municipal election) ।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
BJP Workers Join TMC