Central Delegation in Kolkata : বগটুই গ্রাম পরির্দশনে কলকাতায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল - BJP central delegation arrived in Kolkata after visit Bagtui village
🎬 Watch Now: Feature Video
রামপুরহাটের বগটুই গ্রাম পরির্দশনের জন্য কলকাতায় পৌঁছলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল (BJP Central Delegation Arrived in Kolkata) ৷ আজ রাত আটটা নাগাদ দমদম বিমানবন্দরে নামেন তাঁরা । প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার সাংসদ উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল, লোকসভার সাংসদ মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিং, রাজ্যসভার সাংসদ কর্ণাটকের প্রাক্তন আইপিএস অফিসার কেসি রামামূর্তি-সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার তীব্র নিন্দা করেন । তিনি বলেন, "বৃহস্পতিবার সকাল ৯টায় আমরা রামপুরহাটের উদ্দেশে রওনা দেব।" বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য সত্যপাল সিং এই ঘটনায় কলকাতা হাইকোর্টের ভূমিকার প্রশংসা করেন ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST