Asansol By Election 2022 : আসানসোলে প্রচারে বেরিয়ে তরমুজ খেলেন অগ্নিমিত্রা - আসানসোলে প্রচারে বেরিয়ে তরমুজ খেলেন অগ্নিমিত্রা
🎬 Watch Now: Feature Video
কাঠফাটা রোদ্দুর। প্রায় 42 ডিগ্রি তাপমাত্রায় তপ্ত আসানসোল (Asansol By Election 2022)। ভোটের উত্তাপে আরও গরম আসানসোল। রবিবাসরীয় প্রচারে তাই খানিক স্বস্তি পেতে তরমুজ খেলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আজ আসানসোলের বার্নপুর মার্কেটে রবিবাসরীয় প্রচার করেন অগ্নিমিত্রা। প্রচারের মাঝেই তরমুজ খান তিনি। শুধু তাই নয়, পয়লা বৈশাখে পরার জন্য শাড়িও পছন্দ করে যান বিজেপি প্রার্থী। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল বলেন, "আসানসোলে এই প্রচণ্ড গরম। দরদর করে ঘাম বেরোচ্ছে। কিন্তু এটাই তো ভাল লাগছে। প্রচারে বেরিয়ে কেউ তরমুজ খাওয়াচ্ছেন, কেউ লেবুজল খাওয়াচ্ছেন। আসানসোল নিজের মেয়েকেই চায়।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Asansol Bye Election 2022