শিউরে উঠবে গা, উত্তরাখণ্ড বিপর্যয়ের ভয়ংকর ভিডিয়ো ভাইরাল - যোশিমঠ
🎬 Watch Now: Feature Video
উত্তরাখণ্ড বিপর্যয়ে ইতিমধ্যে 32টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ভয়ংকর সেই ঘটনায় শোকবার্তা এসেছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। হিমবাহ ফেটে ঋষিগঙ্গা নদীর বাঁধভাঙা ঢেউ জোশিমঠের কাছে তপোবনে এলে পালানোর সময় পাননি এনটিপিসি-র শ্রমিকরা । জলের তোড়ে এনটিপিসি-র বাঁধে কর্মরত শ্রমিকদের ভেসে যাওয়ার সেই দৃশ্য দেখলে যে কেউ আঁতকে উঠবেন। এমনই একটি ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।