ধস বানিহালের জাতীয় সড়কে, বন্ধ যান চলাচল - জম্মু-শ্রীনগরের জাতীয় সড়ক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6490532-501-6490532-1584783154560.jpg)
ধসে পড়ছে পাথরের বড় বড় চাঁই । বানিহালের হিগনি এলাকায় আজ সকালে এই দৃশ্য দেখা গেল জম্মু-শ্রীনগরের জাতীয় সড়কে । বন্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা । সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ধস সারানোর কাজ শুরু হয়েছে ।