ভারত বায়োটেকে হাই কমিশনারদের বৈঠকে কৃষ্ণা এলা - The 64 foreign envoys seated for briefing, at Bharat Biotech in Hyderabad
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9818036-thumbnail-3x2-bharat.jpg)
কোরোনার ভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক । নভেম্বর থেকে ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে । এই পরিস্থিতিতে কোরোনা ভ্যাকসিন প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে আজ হায়দরাবাদের ভারত বায়োটেকে আসেন বিভিন্ন দেশের 64 জন দূত ও হাই কমিশনার । বৈঠকে এদেশে স্বাস্থ্যের বিষয়ে বর্তমান প্রজন্মের বিজ্ঞানীদের লক্ষ্য নিয়ে আলোচনা করেন সংস্থার চেয়ারম্যান ড. কৃষ্ণা এলা ।