স্কুলের ফি মেটাতে টাকা নয়, দিতে হয় ফেলে দেওয়া প্লাস্টিক - Waste Plastic
🎬 Watch Now: Feature Video
এই স্কুলে পড়তে গেলে টাকা দিতে হয় না । দিতে হয় ফেলে দেওয়া প্লাস্টিক । অবাক হচ্ছেন ? এমনই অবাক করা নিয়ম অসমের পামহির অক্ষয় ফোরাম স্কুলে । পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন নিয়ে যখন তোলপাড় চলছে সর্বত্র, তখন প্লাস্টিক দূরীকরণ অভিযানে নেমেছে স্কুল কর্তৃপক্ষ । স্কুলের প্রতিটি পড়ুয়া তাদের বাড়ি থেকে ফেলে দেওয়া প্লাস্টিক স্কুলে নিয়ে আসে । সেই প্লাস্টিক দিয়ে কখনও তৈরি হয় ইকো ব্রিকস । কখনও বা স্কুল সাজানোর সরঞ্জাম ।