RSS সন্ত্রাসবাদী সংগঠন, বললেন আম্বেদকরের প্রপৌত্র - দেশের সন্ত্রাসবাদী সংগঠন হল RSS
🎬 Watch Now: Feature Video
RSS-কে সন্ত্রাসবাদী সংগঠন বলে আক্রমণ করলেন বি আর আম্বেদকরের প্রপৌত্র রাজারত্ন আম্বেদকর । তিনি বলেন, "দেশের সন্ত্রাসবাদী সংগঠন হল RSS । এই সংগঠনকে ব্যান করা উচিত । প্রধানমন্ত্রীর পাশে একজন সাধ্বী বসে আছেন । তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ভারতীয় সেনার যখন সব অস্ত্র শেষ হয়ে গেছিল, তখন RSS অস্ত্র, গোলা-বারুদ সররাহ করেছিল । ওদের কাছ থেকে এত অস্ত্র, গোলা-বারুদ কোথা থেকে এল ? যাদের কাছে এতকিছু পাওয়া যায়, সেটি সন্ত্রাসবাদী সংগঠন ছাড়া আর কী ?