নিজের বিধানসভায় রাস্তা সংস্কারে বিধায়ক রবীন্দ্রনাথ - নাটাবাড়িতে রাস্তা সংষ্কারের কাজ শুরু করলেন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ
🎬 Watch Now: Feature Video
দীর্ঘদিন ধরে উপযুক্ত রাস্তার দাবি করছিল কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার জিরানপুর অঞ্চলের স্থানীয়রা । আজ বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে সেই রাস্তার কাজ শুরু হল । তিনি বলেন, "এলাকাবাসীর দাবি মেটাতে 17 লাখ টাকা ব্যয় করে 2 কিমি এই রাস্তা সংস্কার করছি । রাস্তার পাশে বেশ কয়েকটি পুকুর আছে তার গার্ডওয়াল সংস্কারের জন্য আরও 1 কোটি টাকা খরচ করা হবে ।"