অমিত শাহ-র ভার্চুয়াল সভার বিরুদ্ধে থালা বাজিয়ে প্রতিবাদ RJD-র - RJD
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7513824-thumbnail-3x2-bihar.jpg)
সামনেই বিহারে বিধানসভা নির্বাচন । তার আগে আজ বিহারের মানুষের উদ্দেশে ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন BJP নেতা অমিত শাহ । তারই প্রতিবাদে আজ RJD নেতা রাবড়ি দেবী , তেজস্বী যাদব , তেজ প্রতাপ যাদব থালা বাজিয়ে বিক্ষোভ দেখান । পাশাপাশি , দেশে পরিযায়ী শ্রমিকের পরিস্থিতি নিয়েও তাঁরা প্রতিবাদে শামিল হয়েছেন ।