সীমান্তে মহা সমারোহে পালিত সাধারণতন্ত্র দিবস - 71 তম সাধারণতন্ত্র দিবস
🎬 Watch Now: Feature Video
আজ 71 তম সাধারণতন্ত্র দিবস ৷ ইন্ডিয়া গেট থেকে শুরু করে তাজমহল- সবেতেই তেরঙ্গার ছাপ ৷ ভারতের শিল্প-সংস্কৃতি, সমাজ পরিবেশ সমস্তটাই উঠে এসেছে কুচকাওয়াজে ৷ শুধুমাত্র দিল্লির রাজপথেই নয়, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ পালন হল ওয়াঘা সীমান্ত , ভারত-তিব্বত সীমান্ত , জম্মু -কাশ্মীরের ডোডা এবং আগরতলা সীমান্তে ৷ মহা সমারোহে পালিত হল সাধারণতন্ত্র দিবস ৷