হাসপাতালে বৃষ্টির জল, ভাসল এমার্জেন্সি ওয়ার্ড - জরুরি বিভাগ
🎬 Watch Now: Feature Video
হাসপাতালের জরুরি বিভাগে হু-হু করে ঢুকে পড়ল বৃষ্টির জল । ভারী বৃষ্টির জেরে গতকাল মহারাষ্ট্রের জলগাঁওয়ে ডা. উহ্লাস পাতিল মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে জল ঢুকে পড়ে । ওয়ার্ডে সে'সময় ভরতি ছিলেন 8 জন রোগী । প্রত্য়েককেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।