অসমের যুবকের হাতে তৈরি রাফাল ইউনিটের লোগো - প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8237839-595-8237839-1596127885637.jpg)
দেশের মাটি স্পর্শ করেছে রাফাল যুদ্ধ বিমান ৷ বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দেশের প্রতিরক্ষায় শক্তি বাড়াবে ৷ আর বায়ুসেনার গোল্ডেন অ্যারোজ় স্কোয়াড্রনের রাফাল ইউনিটের লোগো তৈরি করেছেন অসমের চিরাঙ্গ জেলার সৌরভ চোরদিয়া ৷ লোগো তৈরি করতে সৌরভ ব্যবহার করেছেন IAF-এর প্রতীক হিমালয়ান ঈগল, গোল্ডেন অ্যারো ও জাতীয় পতাকা ৷