বন্ধ ছিল শাহিনবাগ প্রতিবাদে, 70 দিন পর রাস্তা খোলায় উচ্ছ্বাস স্থানীয়দের - CAA বিরোধী আন্দোলন
🎬 Watch Now: Feature Video
CAA বিরোধী আন্দোলনের জেরে 70 দিন রাস্তা বন্ধ । সেই বন্ধ থাকা রাস্তা অর্থাৎ জামিয়া থেকে উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার ফরিদাবাদগামী পথ আজ খুলে দিলেন শাহিনবাগ আন্দোলনকারীরা ৷ প্রতিবাদীরা নয়ডা-কালিন্দি কুঞ্জ রোড ভায়া রোড নম্বর নয় (ওখলা রোড) খুলে দেওয়ার পর উচ্ছ্বাসে মাতে সাধারণ মানুষ ।
Last Updated : Feb 22, 2020, 9:45 PM IST