দশেরায় অংশ নিয়ে রাবণ পোড়ালেন রাষ্ট্রপতি - Dusshera celebrations
🎬 Watch Now: Feature Video
পূর্ব দিল্লির IP এক্সটেনশনের উৎসব ময়দানে রামলীলা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ অনুষ্ঠানে শ্রীরামকে তিলক করার পর রাষ্ট্রপতি তীর চালিয়ে রাবণের কুশপুতুল পোড়ান ৷ সেই সঙ্গে বায়ু দুষণ, জল দুষণ, শব্দ দুষণ , সিঙ্গল ইউজ় প্লাস্টিক ও আবর্জনার প্রতীক হিসেবে তৈরী পঞ্চমুখী কালিয়ানাগের কুশপুতুল পোড়ান রাষ্ট্রপতি ৷