গুজরাতের কোভিড হাসপাতালে মিকি মাউস ! - হেল্পিং হ্যান্ডস
🎬 Watch Now: Feature Video
জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি ও মিনি মাউস কোভিড হাসপাতালে । যা দেখে খুশি করোনা রোগীরাও । গুজরাত রাজ্যের সুরাতের অটল কোভিড কেয়ার ইউনিটের ঘটনা । করোনা রোগী ও স্বাস্থ্যকর্মীদের মানসিক চাপ ভুলিয়ে দিতে 'হেল্পিং হ্যান্ডস' নামে যুব সংগঠনের উদ্যোগে হাসপাতাল চত্বরে ঘুরে বেরাল চরিত্র দু’টি । মিকি ও মিনি মাউস রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে শুধু আনন্দের মুহূর্ত উপহারই দেয়নি তাঁদের জন্যে এনেছিল পুষ্টিকর খাবার ও ফলমূল ।