বিশ্ব যোগ দিবসে দুর্গম দুই প্রান্তে জওয়ানদের যোগাসন - yoga day in jaishalmir
🎬 Watch Now: Feature Video
আজ বিশ্ব যোগ দিবস ৷ দুটি দুর্গম এলাকায় দেশের সর্বক্ষণের প্রহরীরা যোগ দিবস পালন করছেন ৷ একদিকে ভারত-তিব্বত সীমান্তের জওয়ানরা 18 হাজার 200 ফুট উঁচুতে সর্বনিম্ন তাপমাত্রায় যোগাসন করছেন ৷ অন্যদিকে রাজস্থানের জয়সলমীরে থর মরুভূমিতে যোগাসনে মগ্ন জওয়ানরা ৷