আমেদাবাদের বিজ্ঞান নগরীর নতুন আকর্ষণ অ্যাকোয়াটিক ও রোবোটিক্স গ্যালারি, ন্যাচারাল পার্ক - Aquatic Gallery
🎬 Watch Now: Feature Video
এবার আমেদেবাদ শহরের বিজ্ঞান নগরীতে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল অ্যাকোয়াটিক এবং রোবোটিক্স গ্যালারি ৷ এরই সঙ্গে রয়েছে একটি ন্যাচারাল পার্কও ৷ গুজরাত কাউন্সিল অফ সায়েন্স সিটি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই তিনটি দর্শনীয় স্থান ৷ অ্যাকোয়াটিক গ্যালারিতে 11 হাজার 600টি মাছ-সহ 188টির বেশি প্রজাতি দেখা যাবে ৷ রোবোটিক্স গ্যালারিটিতে গেলে দেখা যাবে 79টি বিভিন্ন ধরনের রোবট ৷ থাকছে একটি ন্যাচারাল পার্কও ৷ সেখানে গেলে দেখা যাবে বিভিন্ন পশু-পাখির আদিম যুগে চেহারা কেমন ছিল ৷